।। বাংলা কবিতার প্রথম ব্লগজিন।। পুনরাধুনিকের পথে।।
শরীরী রোদ্দুর : শ্রেয়া লাহিড়ী
সেই নীরবতার পর... কিছু ঘনিষ্ঠ কথা, আর ঠোঁটের আলাপ গর্ভদেশ থেকে ছিঁড়ে যাচ্ছে স্ট্রবেরির রং- তোমার ঝাউবনের ছোঁয়ায় অনাথ রেললাইন... বিছানার ভেতর থেকে ভেজা ঘ্রাণ ভাসতে ভাসতে একদিন দখল করেছে যৌনবিকাল। এসবের মধ্যেই রক্তের স্বাদ... আর আমি মিশিয়ে দিই শরীরী রোদ্দুর...
গর্ভদেশ থেকে ছিঁড়ে যাচ্ছে স্ট্রবেরির রং.... দারুণ।
ReplyDeleteতোমার ঝাউবনের ছোঁয়ায় অনাথ রেলপথ
ReplyDelete