কিছুটা
আপত্তিকর এই সৌরশহর
অতপাশ দিয়ে যে প্রবাহ
এগিয়ে এসেছে
সেখানে দিন মানেই আরব্য-
রজনী কিছুটা ভিত্তিহীন
জমির রেডিয়াস আজ
আটশো গজের ধমনী
সম্পূর্ণ নারী বলে উপন্যাস নেই
এখানে শুধু কিছু
প্রাগৈতিহাসিক শাঁখা সিঁদুর
আর নিস্তব্ধ এই হুইসেলে
শেওলা গজানো নলি পাঁজর
কিছুই নেই কালকের
দশমিক রক্তকরণের জন্য
চারলাইট অনুশীলন স্তম্ভচিত্র
নিষ্পাপ বর্গক্ষেত আর
মেরুন সিগন্যাল নিয়ে এই শহর
জানুহীন উচ্ছিষ্ট সুন্দরীর
নিউট্রিসানে
জেগে থাকা গলির ইতিকথা
আজও সারকুলার রেডিওর আশেপাশে
মোড়কে বাঁধানো এ শহর
কেন শ্রাবণ হারায় না?
অতপাশ দিয়ে যে প্রবাহ
এগিয়ে এসেছে
সেখানে দিন মানেই আরব্য-
রজনী কিছুটা ভিত্তিহীন
জমির রেডিয়াস আজ
আটশো গজের ধমনী
সম্পূর্ণ নারী বলে উপন্যাস নেই
এখানে শুধু কিছু
প্রাগৈতিহাসিক শাঁখা সিঁদুর
আর নিস্তব্ধ এই হুইসেলে
শেওলা গজানো নলি পাঁজর
কিছুই নেই কালকের
দশমিক রক্তকরণের জন্য
চারলাইট অনুশীলন স্তম্ভচিত্র
নিষ্পাপ বর্গক্ষেত আর
মেরুন সিগন্যাল নিয়ে এই শহর
জানুহীন উচ্ছিষ্ট সুন্দরীর
নিউট্রিসানে
জেগে থাকা গলির ইতিকথা
আজও সারকুলার রেডিওর আশেপাশে
মোড়কে বাঁধানো এ শহর
কেন শ্রাবণ হারায় না?
(চিত্রঋণ : মার্ক রথকো)
জেগে থাকা গলির ইতিকথা
ReplyDelete