স্মৃতির নদীচর থেকে তুলে আনি দুটো নুড়ি
যাদের স্রোত ভাসায়নি এখনো।
ভারী লাগে। ফেলে দি।
আবার ফিরে যাই অব্যক্ত কৌতূহলে।
দেখা হল তোর সঙ্গে
নিভৃতে হস্তমৈথুনে ব্যস্ত।
আরেকটা নুড়ি ক্ষয়ে ছোট হয়ে গেছে মায়ের মতো।
মা আমাকে শিখিয়েছিল এগুলো অশ্লীল।
অথচ আমি মাটির বুকে জলজ্যান্ত দ্বিপদ
বাবার সামনে মাথা তুলে বলতে পারিনি
ভালোবাসো আমার মাকে।
আজ তোকেও বলতে পারছি না
ভালোলাগার কথাগুলো।
বাহ্। অসাধারণ শম্পা।
ReplyDeleteসুন্দর।
ReplyDeleteকবিতার প্রথমটা যেভাবে শুরু করলেন, সেভাবেই বলছি...। আমি কেন? কেউ পারবে না ওটা।
ReplyDeleteঅনেক ধন্যবাদ।
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteযেভাবে শুরু হল আর শেষ হল... বেশ অন্যরকম ভাললাগা
ReplyDeleteদারুণ, শিহরণ।
ReplyDeleteদারুণ, শিহরণ।
ReplyDeleteশম্পা, পড়ে গেলাম তোমার কবিতা। কবিতাটির প্রথম হতে শেষ পর্যন্ত বেশ সাবলীল এক ভাবনা প্রবাহ তোমার চমৎকার শব্দ ও বাক্য বিন্যাসে সম্পূর্ণতা পেয়েছে। ভালো লাগলো, শম্পা।
ReplyDeleteবাহ
ReplyDeleteসাহসী লেখনী
ReplyDelete