স্নেহপল্লী
রিপু। তালিমের ষড়যন্ত্র
যতদূর তোমার কলোনী, ততটাই
বিশ্বস্ত ভূগোল
রোদের আসবাব মেহমান হয়ে উঠলে
তোমার উঠোনে স্রোতজন্ম। নির্ভুল প্রতিফলন
স্নেহের দোসর
গ্লিসারিন কেটে কেটে সাঁতরে যেতে চাই
যতদূর তোমার কলোনী, ততটাই
বিশ্বস্ত ভূগোল
রোদের আসবাব মেহমান হয়ে উঠলে
তোমার উঠোনে স্রোতজন্ম। নির্ভুল প্রতিফলন
স্নেহের দোসর
গ্লিসারিন কেটে কেটে সাঁতরে যেতে চাই
আঘ্রাণ
একটা ঘড়ি আগলে বসে রয়েছে শীতকাল
বইমেলা। পিকনিক। অহংকারে সেজে উঠছ
প্রণয়বাগান ফোটে। পশমের গর্ভে
জলের আদর। পিপাসার ঠোঁটে ভ্রমণজন্ম
সন্ধি।বয়স এগিয়ে এলে
আমাদের নবান্ন হলুদ হয়ে ওঠে
বইমেলা। পিকনিক। অহংকারে সেজে উঠছ
প্রণয়বাগান ফোটে। পশমের গর্ভে
জলের আদর। পিপাসার ঠোঁটে ভ্রমণজন্ম
সন্ধি।বয়স এগিয়ে এলে
আমাদের নবান্ন হলুদ হয়ে ওঠে
(চিত্রঋণ : georgia
o'keeffe)
আমাদের নবান্ন হলুদ হয়ে ওঠে
ReplyDeleteদারুণ দারুণ। মুগ্ধ হলাম।
ReplyDeleteদুটি কবিতাই দারুণ।
ReplyDeleteভালো কবিতাগুলো। বিশেষ করে দ্বিতীয় টি
ReplyDeleteচমৎকার কিছু শব্দ ব্যবহার আছে...
ReplyDeleteভালো লাগলো...
ভালো লাগলো... গ্লিসারিন কিন্তু ফ্রিকশন কমাতেও সাহায্য করে কোন কোন প্রেক্ষাপটে...
ReplyDeleteনির্ভুল প্রতিফলন
ReplyDelete