আমি ফুলের সঙ্গে নিজের
পাতার সঙ্গে সূর্যোদয়ের
সাক্ষাৎকার চেয়েছিলাম
একটি ছাপিয়ে যাওয়া দুপুর
নিথর, নিষ্কম্প গাছের সংকেত
রঙের চিহ্ন,
লুপ্ত গন্ধের
অতিরিক্ত ভাষা উল্লেখ না করে
এই রাত্রি সাজিয়েছিলাম
কিন্তু ধুলোভর্তি এই অক্ষরের
ব্যাখ্যা দিতে পারবো না কোনোদিন
সামান্য বিহ্বলতা সন্ধ্যার পাতায়
কেন বলতে চেয়েছিলাম?
বিলুপ্তির পরেও নিঃশব্দের ফসিল
কুসুম ও আলিঙ্গন খুঁজতে গিয়ে
আজ প্রতিক্রিয়া নির্ভার
আজ কথারা কিছুটা চায়ের দোকানে
জানালার গ্রিলে, পর্দার লতাপাতাফুলের
ভেতরে স্বগত
একটা গোটা অহং আটকে গেছে মাঝপথে
সবাই কথা বলছে
পাতায় পাতায়, উপযোগী শব্দে
ভাবনার আয়তনে
চতুর্দিক নিরপেক্ষ...
কেবল আমি ব্যবধান সম্পাদনা করছি
কেবল আমিই নৈরাশ্যপীড়িত
পছন্দের উপকারে আসছি না
নিষ্ফল তিন-তিনটি দশক
মটকা গরম করে বসে আছি
(চিত্রঋণ : Herbert Bayer : Lonely Metropolitan : 1932)
কবিতায় প্রথম থেকেই চমক -- আমি ফুলের সঙ্গে নিজের পাতার সঙ্গে সূর্যোদয়ের সাক্ষাৎকার চেয়েছিলাম।
ReplyDeleteঅপূর্ব সব ভাবনা। আর বাকি বলার কিছু নেই
valo kichur jnno hok babodhan,,alo thik pouchabe,,na pouchalei ba khoti ki ei to andhokare hat chuye nite parchi
ReplyDeleteখুব ভালো লাগল। আপাত সরল লাইনগুলো যেন শুয়ে আছে পাশাপাশি। কিন্তু অর্থবহ এই পঙ্ক্তিমালা দারুণ এক অনুভব ছড়িয়ে দেয়। বেশ ভালো।
ReplyDeleteকিছু বলার থাকে না কবিতাটি পড়ার পর।শুধু এটুকুই বলবো অসম্ভব ভালো লাগা রেখে গেলাম।
ReplyDeleteবিস্তৃত অস্পষ্টতাই রেখে গেল চমৎকার ভাল লাগা।
ReplyDeleteবিস্তৃত অস্পষ্টতাই রেখে গেল চমৎকার ভাল লাগা।
ReplyDeleteচমৎকার
ReplyDeleteভীষণ ভালো লাগা রইল
ReplyDeleteতার মানে হে কবি 'মটকা গরম'এখনো চলছে....আসলে অনুভূতিশীল মনের এটাই চূড়ান্ত পরিণাম। দশজনের কাছে আপাত অস্বাভাবিক সময় অনুভূতিশীল মননের কাছে হয়ে যায় দহনকালীন সময়...ওই যে কেউ একজন বলেছিল 'বোধ' কাজ করে। যেন নিস্তার নেই। অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লেগেছে।
ReplyDelete'কেবল আমি ব্যবধান সম্পাদনা করছি
ReplyDeleteকেবল আমিই নৈরাশ্যপীড়িত
পছন্দের উপকারে আসছি না
নিষ্ফল তিন-তিনটি দশক
মটকা গরম করে বসে আছি'
আত্মদর্শন কবির পাঠকেরও।
বাহ
ReplyDeleteঅসামান্য।
ReplyDeleteকবিতাটা এখনও দারুণ লাগছে।
ReplyDeletephool,ami nije aar paata / yaaani soundaryo-srostaa swayong-saaloksanglesh kriya/ aapluto dupur,nitharataar sangket,rong jesamoye chinno hoye uthche lupto gandher / kudos
ReplyDeleteশেষ স্তবকটিতে তো আত্মউজার করে দিলেন দাদা! সবাই বলুক, কিন্তু আপনার ধারাবাহিক কবিতায় 'বাক'-এ আপনি তফাত রচনা করছেন ।
ReplyDeleteঅদ্ভুত রকম ভালো লাগা।জিও বিশ্বরূপদা।
ReplyDeleteদারুণ রকম ভালো লাগলো... ।
ReplyDelete'একটা গোটা অহং আটকে গেছে মাঝপথে'
ReplyDeleteআর কিছু বলব না।
বলব শুধু, 'চমকপ্রদ কবিতা-'